দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও ১নম্বর নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ পারভেজ শাহানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে স্মারকলিপি প্রদান করে সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি।
বুধবার সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগে সকাল ১১ টায় থেকে বেলা ১২টা পর্যন্ত স্থানীয় চৌরাস্তা মোড়ে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের সকলের সকল দোকানপাট বন্ধ রাখে ব্যবসায়ীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সহ সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল-বোচাগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী রেদওয়ানুল কারীম রাবিদ,উপজেলা যুব দলের আহবায়ক সুমন চৌধুরী।
মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশে সেতাবগঞ্জ ব্যবসায়ী সমিতির আহবায়ক শাহ নেওয়াজ পারভেজ শাহানের সভাপতিত্বে শতশত ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী রুবেল, ইমরুল, রেজা, আলমগীর শাহ,মাসুদ খাঁন,স্বাধীন প্রমুখ।
মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বোচাগঞ্জ উপজেলার চিহ্নিত গুটি কয়েক সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য ব্যবসায়ী মহলের মাঝে আতংক বিরাজ করছে। অনতিবিলম্বে ঐসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান করেন। আগামী এক সপ্তাহ মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর নিকট বিভাগীয় কমিশানার রংপুর এবং অফিসার ইনচার্জ বোচাগঞ্জ থানাকে স্বারকলিপি প্রদান করা হয়।