মুন্সীগন্জ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার একটি হত্যা মামলায় সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা দায়রা জজ আদালতের বিচারক আসামী নুর মোহাম্মদ খান ও মো. আইযুব নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি উপরোক্ত রায় ঘোষণা করেন।
২০১৭ সালের ৪ জুন দুপুর ৩টার দিকে মজিবুর রহমান খান বাড়ী থেকে ইমামগঞ্জ যাওয়ার পথে বাসাইল এলাকায় পৌছলে আইযুব খানের নির্দেশে নুর মোহাম্মদ খান ও পাকিজ খান ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা রুজু করেন। ওই মামলায় রোববার দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।