1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী কামারপাড়া থেকে ৩টি অবৈধ স্বর্ণের বারসহ ১ নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ধামরাইয়ে ২০৩ টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা উপহার ও  মত বিনিময় করেন: মুরাদ, মানিকগঞ্জে শারদীয় দূর্গা পুজার নিরাপত্তায় সতর্ক অবস্থানে আনসার ও পুলিশ ধামরাইয়ে পূজা মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন, গ্রেপ্তার ৩ গাইবান্ধায় ৪০ বছরের ঐতিহ্য দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ দফা গণদাবীতে বোচাগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার। ঘিওরে ইউএনও’র নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে ড্রেজার জব্দ। শেরপুরে মুষ্টির চালে নারীদের দুর্গাপূজার আয়োজন, 

দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয়, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি বরং নতুন করে আরও দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা শাখা-এর উদ্যোগে “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে” গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুবি আন্দোলন, জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামসহ জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট