পিরোজপুর প্রতিনিধি ঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাবার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয়, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলার জমিনে দেখতে চাই না। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি বরং নতুন করে আরও দেশ এই পদ্ধতির দিকে ঝুঁকছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনের পিরোজপুর জেলা শাখা-এর উদ্যোগে “পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে” গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুবি আন্দোলন, জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামসহ জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী।