1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ধামরাইয়ে ২০৩ টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা উপহার ও  মত বিনিময় করেন: মুরাদ, মানিকগঞ্জে শারদীয় দূর্গা পুজার নিরাপত্তায় সতর্ক অবস্থানে আনসার ও পুলিশ ধামরাইয়ে পূজা মন্ডপ থেকে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন, গ্রেপ্তার ৩ গাইবান্ধায় ৪০ বছরের ঐতিহ্য দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত, পাঁচ দফা গণদাবীতে বোচাগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার। ঘিওরে ইউএনও’র নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানে ড্রেজার জব্দ। শেরপুরে মুষ্টির চালে নারীদের দুর্গাপূজার আয়োজন,  দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে অচল নাটোর সহ ৩ জেলা

মানিকগঞ্জে শারদীয় দূর্গা পুজার নিরাপত্তায় সতর্ক অবস্থানে আনসার ও পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

আমিনুর ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি ঃ

মানিকগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দূর্গাপুজা-২০২৫ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর দেবী দুর্গা গজে চড়ে আগমন করবেন এবং দোলনায় চড়ে বিদায় নেবেন।

এই মহা উৎসবকে ঘিরে পুরো জেলায় আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা রয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

মানিকগঞ্জ জেলার আনসার কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন,জেলার মোট ৫৩৯টি পূজা মণ্ডপ ও ১টি কালী মন্দিরে নিরাপত্তার দায়িত্বে আমাদের সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ কাজে ৩৪৪০ জন আনসার সদস্য দিন-রাত সক্রিয়ভাবে কাজ করছেন। পুলিশের পাশাপাশি আমরাও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন,“সাধারণ জনগণের প্রতি আমাদের বিশেষ অনুরোধ— কোথাও সামান্যতম ঝুঁকি বা সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের জানাতে হবে।”

সরজমিন থেকে জানা যায়, পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে। জেলার বিভিন্ন স্থানে পুলিশি টহলের পাশাপাশি আনসার সদস্যরা মোবাইল টিম হিসেবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পূজামণ্ডপগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিরাপত্তা বাহিনী প্রতিটি মণ্ডপে নিয়মিত টহল, পাহারা ও ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে। বিশেষ করে পূজার ভিড় বাড়ার সময় পূজার্থীদের নিরাপদে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ মণ্ডপে বাড়তি আনসার সদস্য মোতায়েন রয়েছে। নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তায়ও নজর দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত বাহিনীর সদস্যরা।

কমান্ড্যান্ট কামরুজ্জামান আরো বলেন,সাধারণ জনগণকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা আনসার বাহিনীকে জানানো, পূজা মণ্ডপ এলাকায় আতশবাজি বা দাহ্য পদার্থ ব্যবহার থেকে বিরত থাকা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখা— এ সবই জনগণের মৌলিক দায়িত্ব।

মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, মানিকগঞ্জ জেলায় পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি বাহিনীর কঠোর নজরদারি এবং জনসাধারণের সহযোগিতায় এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায় ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূজার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, সে জন্য আনসার ও পুলিশের যৌথ প্রচেষ্টা প্রশংসনীয় বলে তারা মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট