1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবননগরে পুর্ব শক্রতায় আপন দু’ভাইকে কুপিয়ে হত্যা, পলাশবাড়ীতে হেলিকপ্টারে এলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,  দক্ষিণ কেরানীগঞ্জে ‘সন্ত্রাসী’ জরিপ মিয়ার বিচার দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন বরিশালে রাতে মালামাল নিয়ে পালানোর সময় ১৭ বিয়ের জনক  বন কর্মকর্তা জনতার হাতে আটক,  মানিকগঞ্জে সরকারি খাল দখল করে মার্কেট, সাংবাদিককে হুমকি দিলেন সালাম মৌলভী, সিঙ্গাইরে বাড়ির সামনে আবর্জনা ফেলে সমাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ কামরুল হাসানের বিরুদ্ধে, ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ তিন মাদক কারবারি আটক, গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন এর অশ্লীলতা, বেহায়াপনা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোণায় মানব পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ  আটক-২, ৩ জন ভিকটিম উদ্ধার বিএনপির পায়ের নিচের মাটি ফসকে যাচ্ছে ;- মুফতি ফয়জুল করীম

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে: উপদেষ্টা শেখ বশির উদ্দিন, 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি //

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক টার্মিনাল ভবন পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি প্রথমে বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এরপর ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের আকর্ষণীয় মূল্যে টিকিট দেয়ার চেষ্টা থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এরই মধ্যে ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে সম্প্রসারণ করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি যাত্রী টার্মিনাল ভবন নির্মাণের কাজ চলছে।

কক্সবাজার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট