1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বাহাউদ্দীনের দুর্নীতির নিউজ করতে যাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী’ মতবিনিময় সভায় : বিজিএমইএয়ের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু,  ধামরাইয়ে রাজমিস্ত্রীর বাসা থেকে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার,  গ্রেপ্তার ১ ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ গাইবান্ধায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ ও ‘লবান’ উৎসব উদযাপন মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার। শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে  রাজ হোটেলে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা।

শাশুড়ি এসে দেখেছেন ভাঙন, এখন দেখছে পুত্রবধূ,যুগযুগ ধরে চলছে আড়িয়াল খাঁ ও সন্ধ্যা নদীর ভাঙন,

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি ঃ

পুত্রবধূ হয়ে শ্বশুর বাড়িতে এসেছিলেন সবীতা রাণী। তখনও দেখেছেন আড়িয়াল খাঁ নদীর ভাঙন। এখন নাতি-নাতনিরাও দেখছেন ভাঙনের তীব্রতা। মাঝখানে কয়েক যুগে রাক্ষুসে আড়িয়াল খাঁ নদী গিলে খেয়েছে শত শত বাড়ি-ঘর, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।

বলছি, বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী রহমতপুর ইউনিয়নের ছোট মীরগঞ্জ, লোহালিয়া, চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী গ্রামের কথা। যেখানে যুগযুগ ধরে আড়িয়াল খাঁ নদীর ভাঙন অব্যাহত থাকলেও ভাঙন রোধে নেই দৃশ্যমাণ কার্যক্রম।

ভাঙন রোধে সরকারের কার্যকরী উদ্যোগ না থাকায় বাবুগঞ্জ উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো জনশূণ্য হয়ে যাচ্ছে। ভিটা-মাটি হারিয়ে পথে বসছে গ্রামের মানুষ। একসময় জমিজমা, অর্থ-সম্পদে স্বয়ংসম্পূর্ণ মানুষগুলোর দিন কাটছে অন্যের আশ্রয়ে।

নদী ভাঙন এলাকার মানুষের দাবি- প্রায় ৪০ বছর ধরে চলছে আড়িয়াল খাঁ এবং পার্শ্ববর্তী সন্ধ্যা ও সুগন্ধ্যা নদীর ভাঙন। যার ধারাবাহিকতা এখনো চলছে। সম্প্রতি বর্ষা মৌসুমের শুরুতে ভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়। গত দুই মাসে উপজেলার ছোট মীরগঞ্জ, লোহালিয়া, রফিয়াদি, কেদারপুর, জাহাঙ্গীরনগর, দেহেরগতি এবং পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দোয়ারিকা-শিকারপুর এলাকায়র অসংখ্য বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি এবং গাছপালা বিলিন হয়েছে নদী গর্ভে।

সম্প্রতি গভীর রাতে আকস্মীক ভাঙনে সন্ধ্যা নদীর গর্ভে হারিয়ে গেছে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চর হোগল পাতিয়া গ্রামের মজিদ বেপারী, আজিদ বেপারী, সালেক বেপারী ও বারেক বেপারীর বসতঘর। এখন ভাঙন চলছে আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী ছোট মীরগঞ্জে। নদীর তীর মানুষেরা তাদের বসতঘর, গাছপালা কেটে নিচ্ছে।

ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতঘর, ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। অথচ ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এখন ত্রাণ বা সহযোগীতা নয়, গ্রামবাসির দাবি ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ।

ইতোপূর্বে মীরগঞ্জ ফেরিঘাট থেকে লোহালিয়া গ্রাম হয়ে চাঁদপাশা পর্যন্ত আড়িয়াল খাঁ নদীর তীরে বেরিবাঁধ ছিল। গত ১০ বছরে বেড়িবাঁধ ভেঙে নদীতে মিশে গেছে। নদীর তীরে বিশাল এক সাঁকো বানিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। স্কুল-কলেজ শিক্ষার্থী এবং বয়স্ক মানুষ সাঁকো দিয়ে চলতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছে। গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে জেলে নৌকা ছাড়া মিলছে না অন্য কোনো বাহন।সন্ধ্যা, সুগন্ধা এবং আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ। তিনি জানিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট