নীলফামারী প্রতিনিধি ঃ
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুজ্জামান কে।
গত (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি রংপুর মহানগরে সহকারী উপ-কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। সংযুক্ত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-২ ময়মনসিংহে।
আরিফুজ্জামান (জীবন) এর বাড়ি নীলফামারীর পৌর মার্কেট এলাকায়।তার বাবা নাম (মরহুম) আফসার আলী আহমেদ,১৯৭০ সালে মেম্বর অব ন্যাশনাল এ্যাসেম্বলি (এমএলএ), ১৯৭২ সালে এমসিএ নির্বাচিত। পরে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তৎকালীন নীলফামারী মহকুমা থেকে বর্তমান জেলা পর্যন্ত বিভিন্ন সময়ে মহকুমা ও জেলা আওয়ামী লীগে ৩৪ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। শেখ মুজিবুর রহমান চার বার-১৯৫৩, ১৯৬৯, ১৯৭০ এবং ১৯৭৩-নীলফামারীতে আনুষ্ঠানিক সফরে এসেছিলেন। এবং তাদের বাড়িতে আসেন, ও দুপুরে খাওয়াও করেছেন বলে সুএ মতে জানা যায়। সেই থেকে এখন পর্যন্ত আরিফুজ্জামান (জীবন) এর পরিবারের সাথে শেখ মুজিবুর রহমান পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আরিফুজ্জামান গত বছরের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ও ৩(গ) অনুসারে তাঁকে ‘অসদাচরণ ও পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী গত ১৪ অক্টোবর থেকে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
শনিবার (২৩ আগষ্ট ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাকিমপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তার নাম আরিফুজ্জামান। তিনি রংপুর মেট্রোপলিটনে কর্মরত ছিলেন বলে বিএসএফকে জানিয়েছেন আটক ওই পুলিশ কর্মকর্তা। এসময় তার কাছ থেকে কিছু নথিপত্র উদ্ধার করেছে বিএসএফ।
আজ রবিবার (২৪ আগষ্ট) তাকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে।
পশ্চিমবঙ্গ বিএসএফের কর্মকর্তাদের বরাত দিয়ে সীমান্তের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বসিরহাট মহাকুমার স্বরুপনগর থানার সীমান্ত গ্রাম হাকিমপুর।
যার বিপরীতে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ভাদিয়ালী সীমান্ত। বৃষ্টির মধ্যে কাটা তার বিহীন সোনাই নদী পার হয়ে তিনি ভারতে প্রবেশ করেন। শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার মাঝে হাকিমপুর সীমান্ত চৌকির কাছে ঘোরাঘুরি করার সময়ে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করে বিএসএফ। পরে আটককৃত পুলিশ কর্তাকে স্বরূপনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের ৫ আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন-২-এ বদলি করা হয়। সেখানে তিনি গত বছরের ১৩ অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে পলাতক ছিলেন এ পুলিশ কর্মকর্তা।
সূএ মতে কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।