কালিয়াকৈর প্রতিনিধি ঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য ৬ লক্ষাধিক আনসার সদস্যকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।
শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমীতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন আগামী নির্বাচনেও নিরাপত্তার গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা । সে লক্ষ্যে আনসার সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে । আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ের আনসার সদস্যদের নির্বাচনী প্রশিক্ষণ শেষ করা হবে।
এই প্রশিক্ষণে ১১ শতাধিক আনসার সদস্য অংশগ্রহন করেছেন এর মধ্যে ৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে।