1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বাহাউদ্দীনের দুর্নীতির নিউজ করতে যাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী’ মতবিনিময় সভায় : বিজিএমইএয়ের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু,  ধামরাইয়ে রাজমিস্ত্রীর বাসা থেকে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার,  গ্রেপ্তার ১ ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ গাইবান্ধায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ ও ‘লবান’ উৎসব উদযাপন মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার। শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে  রাজ হোটেলে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা।

পিরোজপুর-ঝালকাঠির খালে খালে জমে উঠেছে পেয়ারার হাট, কৃষিতে উজ্জ্বল সম্ভাবনা

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি ঃ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর ও ঝালকাঠির সীমান্তবর্তী ২৫টিরও বেশি গ্রাম নিয়ে গড়ে উঠেছে পেয়ারার সাম্রাজ্য। প্রায় ৩০ হাজার একর জমিতে চাষ হচ্ছে দেশি জাতের পেয়ারা। এই চাষের সঙ্গে জড়িত অন্তত ২০ হাজার পরিবার—তাঁদের অনেকের জীবন-জীবিকা নির্ভর করে এই মৌসুমি ফলের উপর। রংতুলির মতো ছড়িয়ে থাকা খালপথ, শিরার মতো বিস্তৃত নৌযাত্রা আর থেমে থেমে ভেসে ওঠা পেয়ারা, পিরোজপুরের নেছারাবাদর আটঘর-কুড়িয়ানা অঞ্চলের এমন বৈচিত্রময় দৃশ্য মানুষকে মুগ্ধ করে রেখেছে। কৃষিকে কেন্দ্র করে উদ্ভাবনী উদ্যোগের দৃষ্টান্ত হয়ে উঠেছেন এসব এলাকার বাসিন্দারা। বর্ষায় প্রাণ ফিরে পেয়েছে নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা আর ঝালকাঠির ভীমরুলীর ভাসমান বাজার।

বিশাল বিস্তৃত খালে বসেছে এক স্বপ্নের হাট- দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। ভোরের আলো ফোটার আগেই সারি সারি কোষা নৌকায় করে আসতে থাকেন চাষিরা- তাঁদের সংগ্রহ করা পেয়ারা, আর ঘামের গন্ধমাখা আশা নিয়ে।

ভাসমান বাজার মানেই শুধু বেচাকেনা নয়, এটা এক ধরণের জলজ সংস্কৃতি। স্থানীয় চাষিরা বলেন, “এই বাজার আমাদের শিকড়ের মতো। বর্ষায় খালের পানিতে যখন নৌকা ভাসে, তখন যেন আমরা ইতিহাসে ফিরে যাই।বরিশালের বানারীপাড়া, ঝালকাঠি সদর এবং পিরোজপুরের স্বরূপকাঠি অঞ্চলে প্রতি বর্ষায় শুরু হয় এই ভাসমান হাট। ভীমরুলী, আটঘর-কুড়িয়ানা, শতদশকাঠি, ডুমুরিয়া, আদাকাঠি, কাপুড়াকাঠি—এইসব গ্রামের চাষিরা নৌকায় করে ফল নিয়ে আসেন। বাজার বসে খালেই, দর-কষাকষি চলে পানির ওপর। পাইকারেরা এখান থেকেই সরাসরি কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তে।কৃষকরা জনান, “এই খাল, এই বাজার আমাদের রক্তে মিশে আছে। পেয়ারা বিক্রি করতে আসা চাষি জানান

সব দুঃসংবাদের মধ্যেও এখানকার কৃষকেরা এখনো আশাবাদী। বর্ষা এলেই ভাসমান বাজার যেন নতুন করে তাঁদের বাঁচার প্রেরণা দেয়। শত বছরের কৃষি ঐতিহ্য টিকিয়ে রাখতে তাঁরা এখন নবচিন্তার পথে হাঁটছেন—মিশ্র চাষ, নতুন জাতের ফল, কৃষি পর্যটন। (উপজেলা কৃষি অফিসার) কৃষিবিদ মো: মাহফুজুর রহমান।

এই পেয়ারা বাগান শুধু একটি ফসলের উৎস নয়—এটি জীবনের সঙ্গে জড়িত এক নদীর ধারা, যা ভাসমান বাজার হয়ে আমাদের বলে যায়।
অসংখ্য মানুষের জীবিকা নির্বাহ হয় এই পেয়ারা বিক্রির মাধ্যমে। বছরে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা বিক্রি হয় এই পেয়ারা। (নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদুল ইসলাম)  এই পেয়ারা চাষের ইতিহাস প্রায় দুই শতাব্দী পুরোনো। তবে গরম, অনাবৃষ্টি আর সংরক্ষণের সমস্যায় পড়ে অনেকেই পেয়ারা চাষের পাশাপাশি বেছে নিচ্ছেন আমড়া, মাল্টা, লেবু ও সবজি চাষ। এ অঞ্চলের গ্রামীণ জীবন জুড়ে নৌকা শুধু বাহন নয়—এটি তাঁদের জীবনেরই অংশ। প্রতিটি বাড়িতে একাধিক কোষা নৌকা। বাগানে যাওয়া, বাজারে যাওয়া, এমনকি বাচ্চাদের স্কুলে পাঠাতেও এই নৌকার ওপরই ভরসা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট