পিরোজপুর প্রতিনিধি ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, যে কোনো দেশের পরিবর্তনের জন্য যুব সমাজের ভূমিকা অনস্বিকার্য। যুব সমাজ এমন একটি শক্তি যারা নদীর স্রোতকে উল্টো দিকে বহমান করার সক্ষমতা রাখে। অংশগ্রহণ মূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতি দেখতে চায়। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যুব সমাজের কোনো বিকল্প নেই। “আন্তর্জাতিক যুব দিবস ২০২৫” উপলক্ষে জামায়াতে ইসলামীর যুব বিভাগের রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মঙ্গলবার (১২ আগষ্ঠ) বিকালে জেলার পুরাতন ঈদগাঁহ ময়দান থেকে একটি রেলী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের জেলা কার্যালয়ে এসে আলোচনা সভা হয়। তিনি আরও বলেন, যুব সমাজের কাছে আমাদের এটাই দাবী, নির্বাচনকে সুষ্ঠ ও সফল করার জন্য ভোট কেন্দ্র পাহাড়া দেয়া, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং যথা যায়গায় ভোট প্রোয়োগ করা যুব সমাজের দায়িাত্ব ও কর্তব্য।
অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ঘোষণা করেছে। নির্বাচনের আগেই এদেশের আপামর জনতা জুলাই ঘোষণা পত্র সংশোধন করে আইনগত মর্যাদা দেওয়ার দাবী জানিয়েছেন।
প্রধান অতিথি আরও বলেন, আগামী নির্বাচন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দীর্ঘ স্বৈরাচারী সরকারের পতনের পর এদেশের মানুষ একটি অংশগ্রহণ মূলক নির্বাচন দেখতে চায় এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবী করেন। আমরা আশা করি তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে এই দাবী আদায় করবে, ইনশাআল্লাহ।
সভায় যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সেক্রেটারী শেখ আল আমিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, যুব বিভাগের জেলা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল হাসান প্রমূখ। এতে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।