
শওকত হোসেন সৈকত ধামরাই প্রতিনিধি ঃ
ধামরাই থানার কালামপুর এলাকায় চালু হয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা সমৃদ্ধ “পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল”। ঢাকা কিংবা সাভারমুখী চিকিৎসা ভোগান্তির অবসান ঘটিয়ে এই হাসপাতালটি স্থানীয় মানুষের জন্য এক নতুন আশার আলো হয়ে এসেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের ল্যাব বিভাগে অটোমেটিক মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয় সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা। এর মধ্যে রয়েছে রক্তের সকল বায়োকেমিস্ট্রি পরীক্ষা, হরমোন পরীক্ষা, থাইরয়েড টেস্ট এবং ৫-পার্ট সিবিসি সেল কাউন্টার।
আধুনিক ইমেজিং সুবিধার মধ্যে রয়েছে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন, যেখানে করা হয় TVS, অ্যানোমালি স্ক্যান, ব্রেস্ট ও সকল ধরনের আল্ট্রাসাউন্ডসহ 4D ইকো কার্ডিওগ্রাম। বিশেষায়িত চিকিৎসা সেবার মধ্যে রয়েছে এন্ডোস্কপি ও NICU-এর মতো গুরুত্বপূর্ণ ও জটিল সেবা।
হাসপাতালে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন নাক-কান-গলা, ডার্মাটোলজি (চর্ম ও যৌন), অর্থোপেডিক্স, কার্ডিয়াক, নিউরোমেডিসিন ও বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা। বিশেষ করে গাইনি বিভাগে রয়েছেন একাধিক প্রফেসর ও বিশেষজ্ঞ চিকিৎসক।
আধুনিক অপারেশন থিয়েটার, পোস্ট-অপারেটিভ রুম ও সার্জনদের জন্য আলাদা, সুসজ্জিত ওয়েটিং রুমসহ সকল সুবিধা নিয়েই গড়ে উঠেছে এই হাসপাতাল। ইতোমধ্যেই স্থানীয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এই হাসপাতালের চিকিৎসকদের সুচিকিৎসা, সফলতা ও আন্তরিক সেবার কথা।
ধামরাইবাসীর জন্য উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল।