1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে হঠাৎ আগুন, নিহত ১ পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার:- চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম উদ্যোগ ধামরাইয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, দুই ভাগে বিভক্ত বিএনপি নেতাকর্মীরা ধামরাইয়ের উন্নয়ন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য: ইঞ্জি. নাবিলা তাসনিদ হাদিকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর মৃত্যুতে নেত্রকোণায় বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ দেশে প্রথম ন্যানো বায়োচার সমৃদ্ধ ন্যানো ইউরিয়া উদ্ভাবনের দাবি, ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ধামরাইয়ের উন্নয়ন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য: ইঞ্জি. নাবিলা তাসনিদ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেছেন, “ধামরাইয়ের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি আপনাদেরই একজন হয়ে আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।”
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাগবাড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এনসিপির নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি—যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে। জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এনসিপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।”
অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইঞ্জি. নাবিলা তাসনিদ বলেন, “আমি আপনাদেরই মেয়ে। পড়াশোনা শেষে প্রায় এক দশক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। চাকরির কারণে এলাকায় নিয়মিত থাকতে না পারলেও, শিক্ষাজীবন থেকেই ধামরাইয়ের জন্য কাজ করার প্রবল আগ্রহ ছিল।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি সন্ত্রাস ও মববাজির বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছিলেন, আমরা তা অব্যাহত রাখবো। তাঁর কথাই আমাদের অনুপ্রেরণা—‘মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমানে, জমিনে নয়।’”
এনসিপির ২৪ দফা ইশতেহারের কথা তুলে ধরে তিনি বলেন, “এই ২৪ দফার কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে। শাপলা কলি সাধারণ মানুষের পরিবর্তনের প্রতীক।”
সবশেষে তিনি স্লোগান দেন—
“উপজেলা ধামরাই, গড়ে তুলবো আমরাই।”
অনুষ্ঠানে সাবেক চিত্রনায়ক খন্দকার খালিদ হোসেন টুটুল (সঞ্জয় খান), এনটিভির কর্মকর্তা খন্দকার মোজাম্মেল হোসেন পাভেল, এনসিপির ঢাকা জেলা নেতা ফয়সাল হোসেন খান, ব্যবসায়ী আশিকুর রহমান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট