
পাবনা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পাবনা এডওয়ার্ড কলেজ জামিয়া মসজিদের সামনে থেকে ‘ছাত্র-জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই দেশে কোনো ধরনের আধিপত্য বা আগ্রাসন মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।