
গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত ওসমান হাদীর ওপর জীবনরক্ষাকারী ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে বুলেট মস্তিষ্কের ভেতরে প্রবেশ করায় তার ব্রেনে তীব্র চাপ ও ফোলাভাব সৃষ্টি হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পর্যায়ে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। তবে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে পুনরায় জীবিত করা সম্ভব হয়।
হাসপাতালে আনার সময় তার GCS স্কোর ছিল ৩, চোখের মণি আংশিক ডায়ালেটেড এবং ব্রেনে মারাত্মক এডিমা দেখা যায়। এমনকি ব্রেন ডেথের লক্ষণও পরিলক্ষিত হচ্ছিল।
বর্তমানে ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা এখনো চরম সংকটজনক।
দেশবাসীর কাছে ওসমান হাদীর জন্য দোয়া কামনা করা হয়েছে।