1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সেন্টমার্টিনগামী জাহাজ আটলান্টিক ক্রুজে হঠাৎ আগুন, নিহত ১ পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার:- চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম উদ্যোগ ধামরাইয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, দুই ভাগে বিভক্ত বিএনপি নেতাকর্মীরা ধামরাইয়ের উন্নয়ন করাই আমার রাজনীতির মূল লক্ষ্য: ইঞ্জি. নাবিলা তাসনিদ হাদিকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর মৃত্যুতে নেত্রকোণায় বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ দেশে প্রথম ন্যানো বায়োচার সমৃদ্ধ ন্যানো ইউরিয়া উদ্ভাবনের দাবি, ধামরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ধামরাইয়ে চোরাই লাইনে মুন্নু সিরামিক কারখানায় গ্যাস সংযোগ, মালামাল জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে গোপনে বাইপাস লাইন তৈরি করে অবৈধভাবে গ্যাস চুরির অভিযোগে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন আলামত জব্দ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর এলাকায় তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ভিজিল্যান্স টিম এ অভিযান চালায়।

কারখানাটি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও এমপি প্রার্থী আফরোজা খান রিতার মালিকানাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস গাজীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ।

গোপন অনুসন্ধানের ভিত্তিতে ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে তিতাসের একটি দল কারখানায় প্রবেশ করলে প্রথমে সহযোগিতা না পাওয়ার অভিযোগ ওঠে। পরে তারা কারখানার ভেতরে ৪ ইঞ্চি পাইপের একটি বাইপাস লাইন, ফলস আরএমএস এবং একটি সরাসরি গ্যাস বুস্টার সনাক্ত করেন। লো প্রেসার হলে এ বুস্টার দিয়েই গ্যাস টেনে নেওয়া হতো বলে কর্মকর্তারা জানান।

এ সময় কারখানার নিরাপত্তারক্ষীরা গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা দেয়। রাত ৯টার দিকে জব্দকৃত মালামাল সরানোর সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে নিরাপত্তার কারণে তিতাস কর্মকর্তারা দ্রুত কারখানা থেকে বের হয়ে আসেন।

সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, বকেয়ার কারণে চারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে একটি পুনঃস্থাপন করা হলে তার আড়ালেই অবৈধ গ্যাস লাইন তৈরি করা হয়। অনুসন্ধানকালে বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও বলেন, “২০২৪–২৫ অর্থবছরে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হয়েছে ৫৪,৯৫৪ কোটি টাকা—আগের বছরের তুলনায় ২৮.৯% বেশি। শিল্পে এভাবে গ্যাস চুরি অত্যন্ত দুঃখজনক। কত গ্যাস চুরি হয়েছে তা নিরূপণ করে জরিমানা ধার্য করা হবে।”

এ বিষয়ে মন্তব্য পেতে মুন্নু সিরামিকস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আফরোজা খান রিতা। ১৯৮৩ সালে ডিএসইতে তালিকাভুক্ত এ কোম্পানি সম্প্রতি শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ৮৩ লাখ টাকা মুনাফা করেছে, যা আগের বছরের দেড় কোটি টাকার তুলনায় কম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট