
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে বিরল এক শারীরিক পরিবর্তনের ঘটনা ঘটেছে। জুবাইদা আক্তার আখি নামে ১২ বছর বয়সী এক শিশু বর্তমানে তানভীর ইসলাম নামে পরিচিত। দিনমজুর আবুল কালাম চৌকিদারের সন্তান তানভীর স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।
পরিবার জানায়, দুই মাস আগে জুবাইদার নাক ও মুখ থেকে রক্তপাত হয়। চিকিৎসার পর সুস্থ হলেও কিছুদিন পর ঘুম থেকে উঠে সে নিজের শারীরিক পরিবর্তন অনুভব করে। পরে পরিবারের পক্ষ থেকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়—জুবাইদা নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন শিশুটিকে দেখতে ভিড় করছেন।
তানভীরের বাবা আবুল কালাম বলেন, “এটা আল্লাহর দান। আমরা খুব খুশি। তবে মেয়ের অসুস্থতার পর চিকিৎসা করাতে গিয়ে আমি এখন আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছি।”
তানভীরের দাদা মজিদ চৌকিদার বলেন, “আমার দুই নাতনি ছিল। কালামেরও অনেকদিনের ইচ্ছা ছিল ছেলে সন্তানের। আল্লাহ অলৌকিকভাবে সেই আশা পূরণ করেছেন।