
ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে হাতপাখার পক্ষে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৪ আক্টোবর) বালিয়া, আমতা ও চৌহাট ইউনিয়নে ঢাকা-২০ (ধামরাই) আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মাজাহারুল ইসলাম এই গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগ চলাকালে সড়কের দু’পাশে দোকান মালিক, কর্মচারী, ক্রেতা-বিক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়। পরে সংক্ষিপ্ত পথসভা শেষে গণসংযোগের কার্যক্রম শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইসলামী আন্দোলন (পশ্চিম) এর সহ-সভাপতি মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম, বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আফসার উদ্দিন প্রমুখ।