1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বাহাউদ্দীনের দুর্নীতির নিউজ করতে যাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী’ মতবিনিময় সভায় : বিজিএমইএয়ের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু,  ধামরাইয়ে রাজমিস্ত্রীর বাসা থেকে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার,  গ্রেপ্তার ১ ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ গাইবান্ধায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ ও ‘লবান’ উৎসব উদযাপন মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার। শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে  রাজ হোটেলে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি আরইউজে’র

শেরপুরে বরবটি চাষে বদলে যাচ্ছে গাড়ো পাহাড়ীদের জীবন, 

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি ঃ

শেরপুরের গারো পাহাড়ের কৃষকরা চলতি শীতকালীন মৌসুমে সবজি হিসেবে বরবটি চাষ করে ব্যাপক ফলন পেয়েছে। এতে বদলে যাচ্ছে আদিাবাসীসহ ওই এলাকার কৃষকদের ভাগ্য এবং তাদের স্বাবলম্বী হওয়ার গল্পও বদলে যাচ্ছে। গারো পাহাড়ের এসব জমি আগে পতিত ছিল। এখন সেখানে চাষ হচ্ছে সবজি। তবে এর মধ্যে বরবটি চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে।
কৃষক ও কৃষি বিভাগ সূত্রে জানা যায় যে, শেরপুরে সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় তিন উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী উপজেলার কৃষকরা চলতি শীতকালীন মৌসুমে সবজি হিসেবে বরবটি চাষ করে ব্যাপক ফলন পেয়েছে। এতে বদলে যাচ্ছে আদিাবাসীসহ ওই এলাকার কৃষকদের ভাগ্য। অনেকে হয়েছেন স্বাবলম্বী। গারো পাহাড়ের এসব জমি আগে পতিত ছিল। এখন সেখানে চাষ হচ্ছে সবজি। তবে এর মধ্যে বরবটি চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে।
বরবটি একটি পুষ্টিকর সবজি, বরবটিতে রয়েছে ভিটামিন এ ও সি বিদ্যমান। এছাড়াও এটি পটাশিয়াম, জিংক ও আয়রনের একটি ভালো উৎস। এছাড়াও বিভিন্ন এন্টিঅক্সিডেন্ট শরীরের রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রন করে, মেদ দূর করে, রক্তচাপের ঝুঁকি কমায় এবং লিভার ভালো রাখে। বরবটি শিমের চারা গজানোর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ফলন আসতে শুরু করে।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের উত্তর সীমান্ত জুড়ে গারো পাহাড়। এসব গারো পাহাড়ে কর্ণজোড়া, মেঘাদল, বাবেলাকোনা, চান্দাপাড়া, হারিয়াকোনা, দিঘলাকোনা, দার্শিকোনা, মালাকোচা, বালিজুরি, খ্রিষ্টানপাড়া, কোচপাড়া, খারামোড়া ও অফিসপাড়াসহ ২০ থেকে ২২টি গ্রামে প্রায় অর্ধ লাখ লোকের বসবাস। এদের মধ্যে আদিবাসীদের সংখ্যাই বেশি। এসব আদিবাসীরা হচ্ছে গারো, কোচ, হাজং, ঢালু, বানাইসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আগে গারো পাহাড় ছিল পতিত। আদিাবাসীসহ এলাকার কৃষকেরা বছরের বেশিরভাগ সময় ছিল বেকার। অভাব অনটনে দিন কাটাতো তাদের। ক’বছর যাবত পাহাড়ের পতিত জমিতে চাষ করছে বরবটি শিম।
ভক্সপপ:-১.২.৩ স্থানীয় কৃষক।
কৃষকেরা জানান মেঘাদল বাজারে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মণ বরবটি বিক্রয়ের জন্য নিয়ে আসেন। এই বাজার থেকে শেরপুর জেলার সবজি চাহিদা পূরণ করে ঢাকাসহ বিভিন্ন জেলায় বরবটি পাঠানো হয়। আর বাজারে প্রতিদিন ৮ থেকে ১০ লাখ টাকার মত বরবটি শিম বিক্রি করেন কৃষকেরা।
ভক্সপপ:-৪ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা, শ্রীরবদী।
তিনি জানান, আমাদের শ্রীরবদী উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫০ সেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রা চেয়ে ৬০ হেক্টর জমিতে বরবটি চাষ করেছে কৃষকেরা। এবছর শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি শিম চাষ করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
সিস্ক: শাখাওয়াত হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।
তিনি জানান, জেলার সীমান্তবর্তী তিন উপজেলা রয়েছে শ্রীবরদী, ঝিনাইগাতী,নালিতাবাড়ী উপজেলায় এই বছরের আনুমানিক ৭৫ হেক্টর জমি। শীতকালীন আগাম সবজি হিসেবে বরবটি শিম চাষ করে সীমান্তবর্তী গারো পাহাড়ের আদিবাসীসহ কৃষকেরা লাভবান হন।
পে-অফ:-
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার তিন উপজেলার মধ্যে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার কৃষকরা চলতি শীতকালীন মৌসুমে অনাবাদি ওইসব জমিতে বরবটি চাষ করে ব্যাপক ফলন পেয়েছে। এতে বদলে যাচ্ছে আদিাবাসীসহ ওই এলাকার কৃষকদের ভাগ্য। অনেকে হয়েছেন স্বাবলম্বী। বদলে যাচ্ছে তাদের জীবনের গল্প।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট