মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া বাজারে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণের ঘটনায় তথ্য আনতে গেলে সাংবাদিক কে প্রকাশ্যেই হুমকি দিলেন মার্কেট মালিক সালাম মৌলভী। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী মহল জোর করে সরকারি খাল দখল করে বিভিন্ন দোকান তৈরি করছে অথচ প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
সরজমিনে দেখা যায়,পুটাইল ইউনিয়নের কাফাটিয়া বাজারের পাশে সরকারি খালের ওপর স্থানীয় আব্দুল জলিল মুন্সী পাকা করে বিশাল মার্কেট নির্মাণ করছেন। প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন।
কাফাটিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ডা. ফারুক আহমেদও স্বীকার করেন, “দোকানটি সরকারি জায়গার কিছু অংশ দখল করে তৈরী হচ্ছে।” একই কথা বলেন বাজার কমিটির সভাপতি সানোয়ার রহমান, “বাজারের একটি অংশ খালের ভেতরে রয়েছে তাই দোকানগুলো খাল দখল করেই তৈরি হচ্ছে এমনটিই জানালেন স্থানীয়রা।
এমন অবস্থায় ঘটনাস্থলে এসে স্থানীয় প্রবাসী সালাম মৌলভী (আইজুদ্দিন মৌলভীর ছেলে) সাংবাদিকদের উদ্দেশে কটুক্তি করেন এবং প্রকাশ্যে বলেন—“নিউজ করলে দেখে নেওয়া হবে।” এসময় পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজধানী টেলিভিশনের সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, সরজমিন ও রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ সুমন আহমেদ এবং দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি দেওয়ান শাহ আলম।
এ বিষয়ে পুটাইল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, “সরকারি এক ইঞ্চি জায়গা দখল করার কারো অধিকার নেই। বিষয়টি আমি নতুন জানলাম, দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
দখলদারদের এ দৌরাত্ম্য ও সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।