1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবননগরে পুর্ব শক্রতায় আপন দু’ভাইকে কুপিয়ে হত্যা, পলাশবাড়ীতে হেলিকপ্টারে এলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,  দক্ষিণ কেরানীগঞ্জে ‘সন্ত্রাসী’ জরিপ মিয়ার বিচার দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন বরিশালে রাতে মালামাল নিয়ে পালানোর সময় ১৭ বিয়ের জনক  বন কর্মকর্তা জনতার হাতে আটক,  মানিকগঞ্জে সরকারি খাল দখল করে মার্কেট, সাংবাদিককে হুমকি দিলেন সালাম মৌলভী, সিঙ্গাইরে বাড়ির সামনে আবর্জনা ফেলে সমাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ কামরুল হাসানের বিরুদ্ধে, ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ তিন মাদক কারবারি আটক, গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন এর অশ্লীলতা, বেহায়াপনা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোণায় মানব পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ  আটক-২, ৩ জন ভিকটিম উদ্ধার বিএনপির পায়ের নিচের মাটি ফসকে যাচ্ছে ;- মুফতি ফয়জুল করীম

নেত্রকোণায় মানব পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ  আটক-২, ৩ জন ভিকটিম উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় মানব পাচারের অভিযোগে দালাল সহ চায়না নাগরিক আটক ও তিনজন ভিকটিম উদ্ধার করেছেন কেন্দুয়া থানার পুলিশ।

আটককৃতরা হলেন – কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মোঃ ফরিদুল ইসলাম ও চায়না নাগরিক- লি ওই হাও( Li Wei Hao)।

আজ সোমবার (১৫সেপ্টেম্বর) আনুমানিক দেড়টার দিকে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুর ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (১৪ সেপ্টেম্বর) নেত্রকোণার কেন্দুয়া থানাধীন কেন্দুয়া পৌরসভা এলাকায় কমলপুর গ্রামের গার্মেন্টস কর্মী আলফা আক্তারকে গত ১ সেপ্টেম্বর বিয়ে করেন চীনা বিদেশী নাগরিক লী ওই হাও (LI. WEI HAO)।

আগামী ২০সেপ্টেম্বর চায়নাতে ফ্লাইটের উদ্দেশ্যে তিনি রওনা করবেন এবং আলফা আক্তারকে বিয়ে করা ও তাকে চায়নাতে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের লোকজনকে ১লাখ টাকা দেওয়ার জন্যে মৌখিকভাবে লী ওই হাও (LI. WEI HAO) আশ্বস্ত করেন।

২০সেপ্টেম্বর চায়নাতে আলফা আক্তারকে নিয়ে চলে যাবে এ লক্ষ্যে আলফা আক্তার তার পরিবারের লোকজনের সাথে দেখা করা ও চীনা নাগরিক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে কেন্দুয়া থানাধীন কমলপুর গ্রামে আলফা আক্তারের বাড়িতে বেড়াতে আসেন। তাদের সাথে ছিলেন ফরিদুল ইসলাম নামক বাংলাদেশী একজন নাগরিক (সন্দেহভাজন দালাল) ও আরো দুইজন মেয়ে। যাদের মধ্যে জামালপুরের একজন মেয়ে বৃস্টির সাথে গত ১৪ সেপ্টেম্বর অন্য আরেকজন চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে প্রাথমিকভাবে দাবী করা হয়।

এ ছাড়াও আরেকজন মেয়ে সঙ্গে ছিল। আলফা আক্তারের পরিবারের লোকজন আলফা আক্তারের স্বামী চীনা নাগরিকের সাথে কথা বলা কালীন সময়ে তার কাছ থেকে পাসপোর্ট নাম্বার ও বাংলাদেশে অবস্থান করা কালীন সময়ে বৈধ ডকুমেন্ট দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেন নাই। তাছাড়া তাদের সহযোগী বাংলাদেশী নাগরিক কোনো সন্তোষজনক উত্তর ও বৈধ কোনো ডকুমেন্টস না দেখাতে পারায় আলফা আক্তারের পরিবারের লোকজন সন্দেহজনক হিসাবে তাদেরকে অবরুদ্ধ করে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চীনা নাগরিক ও বাংলাদেশি সহযোগী ফরিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাবাদের জন্য আটক করে কেন্দুয়া থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।

ভিকটিম তিনজন হলেন – নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কমলাপুর গ্রামের মোঃ রুবেল মিয়ার মেয়ে আলফা আক্তার(১৮),জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গোপী নদী গ্রামের মৃত বছির উদ্দীনের মেয়ে বৃষ্টি(১৭),নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার(২০)।

উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কেন্দুয়া থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট