1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপু‌রে আন্তর্জা‌তিক শা‌ন্তি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  জীবননগরে পুর্ব শক্রতায় আপন দু’ভাইকে কুপিয়ে হত্যা, পলাশবাড়ীতে হেলিকপ্টারে এলো খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ,  দক্ষিণ কেরানীগঞ্জে ‘সন্ত্রাসী’ জরিপ মিয়ার বিচার দাবি করে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন বরিশালে রাতে মালামাল নিয়ে পালানোর সময় ১৭ বিয়ের জনক  বন কর্মকর্তা জনতার হাতে আটক,  মানিকগঞ্জে সরকারি খাল দখল করে মার্কেট, সাংবাদিককে হুমকি দিলেন সালাম মৌলভী, সিঙ্গাইরে বাড়ির সামনে আবর্জনা ফেলে সমাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ কামরুল হাসানের বিরুদ্ধে, ধামরাইয়ে ৩১ লাখ টাকার হেরোইন সহ তিন মাদক কারবারি আটক, গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিন এর অশ্লীলতা, বেহায়াপনা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে মানববন্ধন নেত্রকোণায় মানব পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ  আটক-২, ৩ জন ভিকটিম উদ্ধার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ–

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি ঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি বৃদ্ধি এবং অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে ৯ দফা দাবীতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজের সামনের গেটে- কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

এসময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ হোসেন এর সভাপতিত্বে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, শিক্ষার্থী মনিরুল ইসলাম শামিম, নাবিলা বর্ষা ও অন্তর হোসেন,শুভ হোসেন, লিটন হোসেন,সাগর হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন- এ কলেজের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গতবছরের তুলনায় এবছর সব মিলিয়ে ৮০০ থেকে ১ হাজার টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি দেওয়া অনেকের কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ করে ফি বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক।

৯ দফার দাবীর মধ্যে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি না, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বা অনুদান প্রদান, ৬০% উপস্থিতি নিশ্চিত করতে হলে পর্যাপ্ত যানবাহন, পর্যাপ্ত শিক্ষক এবং ক্লাসরুমের ব্যবস্থা করা এবং পরীক্ষার খাতা সঠিক ভাবে মূল্যায়নের ব্যবস্থা করা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হকে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট