ধামরাই প্রতিনিধি ঃ
ধামরাই উপজেলার ইমাম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,প্রতি ইউনিয়ন থেকে পাঁচ জন এবং পৌরসভার ৫৩ জন ইমাম গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
আজ সোমবার (২৫শে আগষ্ট) দুপুরে ঢুলিভিটা মন্নু কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ধামরাই থানার সর্ববৃহৎ আলেম উলামা নিয়ে গঠিত ৩১ সদস্যদের এ কমিটিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান কাসেমি বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। ১০৫ ভোটের মধ্যে ৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুফতি আশরাফ আলী ও ১০৫ ভোটের মধ্যে ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মাওলানা আব্দুল জলিল ।
এবং বাকি ২৯ টি পদ ১৪০ জন সূরা সদস্যদের কন্ঠ ভোটে নির্বাচিত হয়।
শুরু থেকে এখন পর্যন্ত সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন মুফতি আশরাফ আলী।
গত কমিটির সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল জলিল ছিলেন।