
মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা করলেন বিএনপি ও ছাত্রদল।
আজ শুক্রবার ১৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম শুভ জন্মদিন উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে মুন্সীগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
শাহাদাত হোসেন সরকারের সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ শহর ছাত্রদল ৫ শত নেতাকর্মী নিয়ে হাসপাতালে অপরিছন্নতা থাকায় তা পরিস্কার পরিচ্ছন্নতা উদ্যোগ নেয় ছাত্রদলের নেতাকর্মী।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন এবং
হাসপাতালের জরুরি বিভাগ ডাক্তারদের সাথে কথূ বলে রোগীদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।