1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী আহত মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ বাহাউদ্দীনের দুর্নীতির নিউজ করতে যাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। মুক্তিযোদ্ধারা বিরল সম্মান ও সৌভাগ্যের অধিকারী’ মতবিনিময় সভায় : বিজিএমইএয়ের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু,  ধামরাইয়ে রাজমিস্ত্রীর বাসা থেকে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার,  গ্রেপ্তার ১ ধামরাইয়ে র‍্যাবের অভিযানে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ গাইবান্ধায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ ও ‘লবান’ উৎসব উদযাপন মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার। শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের বাসস্ট্যান্ডে  রাজ হোটেলে মোবাইল কোর্ট, জরিমানা ১০ হাজার টাকা।

শেবাচিমের অনিয়ম-দুর্নীতি বন্ধে কলেজ ছাত্রের আমরণ অনশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি ॥

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সিন্ডিকেট ভেঙে অনিয়ম, দুর্নীতি বন্ধসহ ছয় দফা দাবিতে এবার আমরণ অনশনে বসেছে ইশান খান নামের এক শিক্ষার্থী। সোমবার সকাল ১০টা থেকে হাসপাতালের প্রধান ফটকের দরজা বন্ধ করে অনশনে বসেন তিনি।

ইশান বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তার বাসা বরিশাল নগরীর সরদার পাড়া এলাকায়। ইশানের অভিযোগ সম্প্রতি শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে এসে হয়রানির শিকার হয়েছেন তিনি। তার দাবি এ হাসপাতালে রোগীর মৃত্যু হলেও তার স্বজনদের বকশিস দিতে হয় ট্রলি চালকদের।

মুমূর্ষু রোগীকে জরুরি অক্সিজেন দেয়ার জন্য নার্সদের বার বার ডাকা সত্যেও তারা আসেননি। এমনকি তারা ব্যবহারটুকুও ভালো করেনি। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের পরীক্ষা নিরীক্ষার ফর্দ ধরিয়ে দিয়ে মেডিনোভাসহ নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেয়।

এসময় শেবাচিম হাসপাতালে রোগীদের হয়রানি-ভোগান্তি দূর করাসহ অনিয়ম এবং দুর্নীতি বন্ধে ৬ দফা দাবি জানান কলেজ ছাত্র ইশান খান।

দাবিগুলো হলো- দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে অপসারণ এবং জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। ট্রলি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ সিন্ডিকেট বন্ধ করতে হবে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের দালালদের মেডিকেল এলাকায় নিষিদ্ধ করতে হবে।

রোগীর সেবার মনোন্নয়নে স্বাধীন তদন্ত কমিটি গঠন ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যখাতে সংস্কার আন্দোলনকারীদের সকল দাবি মেনে নিতে হবে।

ইশান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে আমাদের কথা দিতে হবে, প্রয়োজনে তারা আমাদের কাছে সময় চাইলে সময় দিবো। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শেবাচিম হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। না হলে অনশন ভাঙবেন না বলেন ইশান।

এদিকে, কলেজ ছাত্র ইশানের অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন কলেজের কয়েকজন শিক্ষার্থী ও হাসপাতালে আসা রোগীর স্বজনরা। তারাই শেবাচিম হাসপাতালে নিয়ম এবং দুর্নীতি বন্ধের দাবি জানান।

এর আগে শেবাচিম হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে গত ১৫ দিন ধরে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছে ছাত্র-জনতা। এর মধ্যে গত ৬দিন ধরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে তারা।

এর প্রেক্ষিতে সোমবার বেলা সাড়ে ১১টায় শেবাচিম হাসপাতালে সকর প্রকার অনিয়ম, দুর্নীতি বন্ধসহ সার্বিক সংস্কারের জন্য তিন মাস সময় চেয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর।

তবে স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে স্বাস্থ্যখাতে সংস্কারের উদ্যোগ এবং প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা। পাশাপাশি মঙ্গলবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি। টানা ১৫ দিনের আন্দোলন শেষে সোমবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট