ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ধামরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ক্রীড়া সামগ্রী, গাছের চারা ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টা সময় র্যালী বের করে পৌর শহরের বিভিন্ন দিক পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়, পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব সমাজের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা, পরে বিভিন্ন ক্লাবের সভাপতির হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় এবং উপস্থিত সকলের হাতে একটি করে ফলজ গাছ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার প্রমুখ।