কালিয়াকৈর প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈরে ব্য়োলী বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বঞ্চিত নেতা কর্মীরা । মঙ্গলবার বিকেলে বোয়ালী এনএন হাই স্কুল মাঠে এ বিক্ষোভ সমাবেশ করা হয় । এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয় । প্রতিবাদ সমাবেশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবে সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহরাব রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, সফিকুর রহমান মাস্টারমহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন । প্রতিবাদ সভায় ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় বাদ দিয়ে নতনি করে কমিটি ঘোষনার দাবী জানায় । প্রসঙ্গত সোমবার উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয় । নতুন কমিটির আহবায়ক সুমীর কুমার গুহ এবং সদস্য সচিব এডভোকেট রিপন আল হাসান ।
তারিখ : ১২-০৮-২০২৫ইং ।