নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির নির্বাচন প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এস.এম রেজাউল ইসলাম রেজু সহ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন- আগামীকাল সোমবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। সকাল ১০ টা থেকে আলোচনা সভা এবং বিকেল ৩ টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিকেল ৬টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।