1. sarabelasaykot@gmail.com : দৈনিক সারাবেলা : দৈনিক সারাবেলা
  2. info@www.dainiksarabela.online : দৈনিক সারাবেলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ, দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে’:-নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান: এনসিপি নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দিলেন ছাত্রজনতা গাজীপুরে সাংবাদিক হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাব। ভালুকায় সৌদি খেজুর চাষে বছরে অর্ধ কোটি টাকা আয় মোতালেব মিয়ার, বরিশালে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ছাত্রজনতার সড়ক অবরোধ, কর্মসূচীর ৫ ম দিনে সেনাবাহিনীর সাথে দস্তাদস্তি। শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্তে ছাত্র রাজনীতির রূপরেখা হবে: আসিফ মাহমুদ ভূঁইয়া এখন জামায়াতের গা থেকে গন্ধ আসে,যখন সরকার গঠন করেছিলেন জামাতের কাদে চড়ে, তখন গন্ধ আসেনি, : এ্যাড. মুয়াযযম হোসেন হেলাল বরিশালের ২১ আসনেই লড়বে খেলাফত মজলিশ, প্রার্থী ঘোষণা সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

সম্প্রতি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে নৃসংশভাবে প্রথমে পিটিয়ে অর্ধমৃত, পরে জবাই করে হত্যার প্রতিবাদে রাজশাহীতে পাঁচ সংগঠনের ব্যাণারে নবীন-প্রবীণ সাংবাদিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে।

বেলা ১২ টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদী মানববন্ধনে প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশ টিভি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিনিয়র সাংবাদিক কাজী শাহেদ, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসলাম-উদ -দৌলা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাহউদ্দিন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে বেলা ১১টায় নগরীর রেলগেটে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র আয়োজনে ক্লাবটির সভাপতি শামসুল ইসলাম’র সভাপতিত্বে ও মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন সাগরের সঞ্চালনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ফায়সাল হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন ও সমাবেশ শেষে সাংবাদিকরা রেলগেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে যোগ দেন।

বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”

সাংবাদিক নেতারা দাবি জানান, তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

কর্মসূচী গুলোতে রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী শাখার সদস্যরা সহ রাজশাহীর শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট