ইন্দুরকানী প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আয়োজনে সর্বোচ্চ নাম্বার পেয়ে এসএসসি, এইসএসসি ও সমমনা পরিক্ষায় পাস করায় শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল, বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, উপজেলা বিএনপির আহবায়ক মো: ফরিদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম শহিদ, শিক্ষার্থী তাবাসসুম আক্তার প্রমুখ। শিক্ষার্থীরা পুরুষ্কার পেয়ে শিক্ষক-অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।