ধামরাই প্রতিনিধি ঃ
ধামরাই উপজেলার লাড়ুয়াকুন্ডু গ্রামের জামাই পাড়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ ৮ জন কে আটক করেছে ধামরাই থানা পুলিশ,
এ বিষয়ে ধামরাই থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম যানায় আমার থানায় মাদকে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালছে সেই হিসেব লাড়ুয়াকুন্ডু গ্রামে গ্রামে অভিযানে জানাযায় আফসার আলীর ছেলে শিরাজুল ইসলাম দির্গদিন যাবত ইয়াবার ব্যাবসা করে আসছিল, আজ বিশেষ তথ্যে অভিযান চালিয়ে সিরাজুল সহ কয়েকজনকে- ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চলমান।