পিরোজপুর প্রতিনিধি ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক সেবনে নিষেধ করায় হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে আব্দুল হাই খান (৪২) নামে এক ব্যবসায়ীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (০৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবাদ জানিয়ে বিকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। পশ্চিম বালিপাড়া গ্রামের জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে বসে মাদক সেবন করছিল। এ সময় ওই এলাকার আব্দুল হাই খান মাদক সেবনে নিষেধ করেন। তখন জসিম, রাকিব উত্তেজিত হয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আব্দুল হাই খানের দুই পা ভেঙ্গে দেন এবং মাথা ফাটিয়ে দেন, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিহ্নিত মাদকসেবী জসিম ও রাকিব এরা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে।
ভক্সপপ: স্থানীয়রা।
এ বিষয় জানতে অভিযুক্ত জসিম ও রাকিব তাদের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
কল রেকর্ড সংযুক্ত
ভক্সপপ: পচ্চিম বালিপাড়া গ্রামের দফাদার আল আমিন গাজী।
ভক্সপপ: আহত আব্দুল হাই খানের পিতা আশরাফ আলী।
মাদক সেবনে বাঁধা ও চুরির বিষয়ে প্রতিবাদ করায় অতর্কিত হামলা করে জখম করেছে।
ভক্সপপ: আহত ব্যবসায়ী আব্দুল হাই খান।
এ হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিংক: ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন।
পে-অফ: কয়েকদিন আগে এলাকার একটি দোকান চুরি সংঘটিত হয়েছে। ওইদিন রাতে এলাকার কিছু মানুষ জসিম ও রাকিবকে গভীর রাতে দোকানটির সামনে দেখতে পায়। এসময় স্থানীয় এক বাসিন্দা এই মাদকসেবীদের বাঁধা দিলে তাকেও মারার হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সর্বোচ্চ বিচার দাবী জানিয়েছেন এলাকাবাসী।