সাভার প্রতিনিধি ঃ
মাছরাঙা টিলিভিশনের ১৪ বছর পুর্তি উপলক্ষে
সকালে সাভার প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোঃ মাহফুজুর রহমান।
মাছরাঙা টেলিভিশনের জেলার রিপোর্টার সৈয়দ হাসিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা মাছরাঙা টেলিভিশনে প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান সমূহের প্রশংসা করেন। মাছরাঙা টেলিভিশন সম্প্রচারের পর থেকেই শুধুমাত্র অপরাধ ভিত্তিক সাংবাদি নয় দেশ- বিদেশের সম্ভাবনা, সংস্কৃতি , সফলতা এবং দেশবরেণ্য ও আলোকিত মানুষের কথা তুলে ধরে আসছে।
শুধু তাই নয় গত জুলাই আগস্টে সাভার এলাকা বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন সংবাদ সমূহ সঠিকভাবে তুলে ধরার জন্য সাভারে কর্মরত প্রতিনিধিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হওয়ায় তার প্রতি সমবেদনা জানানো হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাছরাঙা টেলিভিশন মানসম্মত সংবাদ প্রচার করে আসছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ বিশেষ করে সত্য সংবাদ প্রচারের জোর দাবি জানানো হয়।
প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সাভার সার্কেল) মোহাম্মদ শাহিনুল কবির, সাবেক সভাপতি জাবেদ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য, নির্বাহী সদস্য মোঃ আজিম উদ্দিন, একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি সাহেদ জুয়েল, দৈনিক ইনকিলাব পত্রিকার সাভার প্রতিনিধি মোঃ সেলিম, দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আহসানুল্লাহ, এটিএন নিউজের সাভার প্রতিনিধি কামরুজ্জামানসহ ক্লাবের অন্যতম সদস্য সঞ্জীব সাহা, রূপকুর রহমান, পারভেজ মুন্না, কাজী বিপ্লব সহ প্রেস ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের যুগ্ন আহবায়ক রুদ্র মুহাম্মদ শফিউল্লাহ।
গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি তোফা সানি অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।