গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা সেনা ক্যাম্পের টহল দল পলাশবাড়ী ফায়ার সার্ভিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড় কে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময়
সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক ও এক মাদক কারবারি কে আটক করে।
আজ শনিবার বিকাল ৩ টায় হানিফ এন্টারপ্রাইজ-এর একটি বাসে (ঢাকা মেট্রো ব-১২২১৬৫) সন্দেহভাজন একটি লাগেজ তল্লাশিকালে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১,০৩,৪৫২ টাকা উদ্ধার করা হয়।
এ সময় জড়িত ব্যক্তি রাইকুল ইসলামকে (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রাইকুল ইসলাম রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।
গাইবান্ধা সেনা ক্যাম্প কমান্ডার জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইন-প্রয়োগকারী সংস্থা সমূহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। আসামীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।