কালিয়াকৈর প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩ টায় ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জলিল মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ জামান, এইচ এম শওকত ইমরান, আব্দুল মান্নান দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মীরাগণ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সকল সহযোগী সংগঠনসহ ফুলবাড়িয়া ইউনিয়নের বিএনপির সকল নেতাকর্মীবৃন্ধ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।