ঢাকার আশুলিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট -২০২৫ ইং ৮ টিমের খেলার প্রথম ম্যাচ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার পাথালিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের যুব সমাজ ও মাদারটেক ক্রীড়া ও কৃষ্টি সংসদ আয়োজনে, মাদারটেক উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টা সময় এ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়,
৮ টিমের খেলার প্রথম ম্যসে অংশগ্রহণ করেন এ জে ফুটবল একাডেমি (মেম্ববার গ্রুপ) বনাম ঘুঘুদিয়া সবুজ সংঘ (চেয়ারম্যান গ্রুপ)
খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাবেক সাংসদ ঢাকা-১৯,
খেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন।
খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান, ভারপাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
খেলা অনুষ্ঠান সার্বিক তত্তাবধানে ছিলেন মোঃ জাফর হোসেন,পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও আরিফুল ইসলাম (আলিফ) সভাপতি মাদারটেক ক্রীড়া ও কৃষ্টি সংসদ