শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে শীতার্ত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)। সংস্থাটির উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের প্রকোপে কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিরা।
ব্যতিক্রমী এই আয়োজনে মানুষের পাশাপাশি পশুর কল্যাণের বিষয়টিও গুরুত্ব পায়। একশ’ জন গরুর ঋণগ্রহীতার খামারের গরুগুলোর শীতজনিত কষ্ট লাঘবে বিশেষ কম্বল বিতরণ করা হয়, যা উপস্থিত স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
এসডিআই’র নির্বাহী পরিচালক সামছুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
এ সময় এসডিআই’র সিনিয়র পরিচালক সোহেলীয়া নাজনীন হক, সিনিয়র সহকারী পরিচালক (এমই) ইসমাইল হোসেন, জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং গবাদিপশুর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এসডিআই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।