নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের একটি কৃষি খামার থেকে নিরব (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোবিন্দপুর কৃষি খামারের ১০ নম্বর প্লটের একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিরব উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। সে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং পরিবারের বড় সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নিরবের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন জানান, খামারের ১০ নম্বর ব্লকের ওয়াচম্যান ড্রেনে একটি মরদেহ ভাসতে দেখে তাকে ফোনে জানান। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”