মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এর আগে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন।
রোববার বিকেলে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী প্রার্থীদের পক্ষে আগত প্রতিনিধিদের হাতে পৃথক পৃথক মনোনয়ন ফরম তুলে দেন।
বিএনপি নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থীর বিপরীতে জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করায় নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এতে স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।