শওকত হোসেন সৈকত, ধামরাই প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চয়নিকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড টেস্টসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ সময় আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক সাহানাল হক, জেনারেল ম্যানেজার আলামিন সরকার, সহকারী ম্যানেজার সালাউদ্দিনসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।