ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিতী গ্রামে হাজারো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী অষ্টকালীন লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে শীতি মন্দির কমিটি আয়োজিত এ লীলা কীর্তন অনুষ্ঠানে ভানুরাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা২০ আসনের এমপি প্রার্থী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
কীর্তনঅনুষ্ঠান পরিদর্শনকালে তিনি ভক্ত ও গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন ও বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এসময় নাজমুল হাসান অভি বলেন— “ধামরাইয়ের উন্নয়ন থামিয়ে রাখা যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রকৃত পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই।” তিনি উপস্থিত সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে। এজন্য ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া। এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা রমজান আলী রাঙ্গা, আহাম্মদ আলী, খোরশেদ আলমসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গ্রামবাসীর উৎসাহী অংশগ্রহণে পুরো লীলা কীর্তন চত্বর ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল পরিবেশে মুখরিত।