ধামরাই প্রতিনিধি ঃ
পদোন্নতি–সংক্রান্ত সরকারি আদেশ (জিও) দ্রুত প্রকাশের দাবিতে সারাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা যে আন্দোলন শুরু করেছেন, তারই অংশ হিসেবে ধামরাই সরকারি কলেজের প্রভাষকেরা ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন।
প্রভাষকদের অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শত শত কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে আসছেন। এতে তাদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি শিক্ষা ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত পদোন্নতির আদেশ জারি করার আহ্বান জানিয়েছেন।
তারা সতর্ক করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর ও শক্তিশালী করা হবে।