ভোলা প্রতিনিধি ঃ
ভোলায় তোপের মুখে পড়েছেন ৩ উপদেস্টা।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় তোপের মুখে পড়েন তারা। উপদেষ্টারা হলেন, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিঘ্রহী ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা নানা স্লোগানে বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকেন। পরে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করার সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা ভূয়া ভূয়া স্লোগান দিতে থাকে।
পরে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে উপদেষ্টারা সভাস্থল ত্যাগ করেন।