গাইবান্ধা প্রতিনিধি ঃ
শিক্ষা প্রতিষ্ঠানে হাইজিন সচেতনতা বৃদ্ধিতে জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বুধবার সকালে হাইজিং ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস ও সভা প্রধান ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, রেকিট বাংলাদেশ হেড অব পার্টনারশীপের সালাহ উদ্দিন আহমেদ, ম্যানেজার এক্সটারনাল এ্যাফেয়ার্স মো. রাকিব উদ্দিন প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থী সহায়ক কারিকুলাম বই এর মোড়ক উদ্বোধন করেন।
বক্তারা বলেন, রেকিট-বাংলাদেশ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ এবং পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ অক্টোবর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. মেয়াদে একটি নতুন প্রকল্পগ্রহণ করা হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধার ৫ শত প্রাথমিক বিদ্যালয়ে দুইজন করে এক হাজার শিক্ষককে অর্ধদিবস হাইজিং সহায়িকার উপর প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণ পরবর্তীতে সপ্তাহে দুইদিন উল্লিখিত বিষয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের ধারণা প্রদান করবেন। এছাড়াও হাইজিং সুরক্ষার জন্য বিদ্যালয়ে প্রয়োজনীয় হাইজিং সামগ্রী প্রদান করা হবে।