মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি ভাড়া বাড়ির ঘর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর ২০২৪ ইং, সোমবার সকাল প্রায় ৭টার দিকে কামারদিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে মানিকগঞ্জ সদর থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিঃ) মোঃ আশরাফুর রহমান খবর পান যে, কামারদিয়া এলাকার জনৈক আশরাফুল মান্নান নামের ব্যক্তির ভাড়া দেওয়া একটি দোচালা টিনের ঘরের দক্ষিণ পাশের একটি কক্ষের বাইরে তালা লাগানো এবং ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে।
খবর পেয়ে এসআই আশরাফুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের সহায়তায় তালাটি ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ঘরের মেঝেতে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী, উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মাঝারি গড়নের এক ব্যক্তির পচা লাশ দেখতে পান।
লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এসআই আশরাফুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা, মানিকগঞ্জ-এর তদন্তাধীন রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তিটিকে হত্যা করে ঘরে ফেলে রেখে বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, ঘরটি বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকায় এলাকার লোকজনের সন্দেহ হয় এবং দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিষয়টি প্রকাশ পায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।