ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় সাবেক ভিপি হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তিনি ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। হাবিবুর রহমান খান হাবিব ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লাবু খানের ছেলে বলে নিশ্চিত করেছে ধামরাই থানা পুলিশ ।
দুদিনের সাজসুদ্ধকর অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে ধামরাই পৌর শহরের ইসলামপুর- নয়েরহাট বংশী সেতুর উপর থেকে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।ধামরাই থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মোহাম্মদ জিয়া উদ্দিন এর নেতৃত্বাধীন অভিযানিক দল ওই ছাত্রলীগ নেতা মোঃ হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করে।
এসআই জিয়াউদ্দিন বলেন, ওই ছাত্রলীগ নেতাকে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড
চেয়ে আজ শুক্রবার ঢাকাস্থ ধামরাই বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে ধামরাই থানা পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড তামিল শেষে পুনরায় তাকে আদালতে প্রেম করা হবে।