চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি ঃ
আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনের জন্য প্রস্ততি নিচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এজন্য প্রতিটি জেলায় যাচ্ছেন,জেলা,থানা ও ওয়ার্ড কমিটি আগামী নভেম্বরের ৩০ তারিখের মধ্যে শেষ করতে চাই। শেষ করতে পারলে এনসিপি বাংলাদেশের একটি শক্তিশালি দলে পরিনত হবে এবং সরকারী অথবা প্রধান বিরোধী দলে যাওয়ার জন্য ফাইট করবে। এজন্যই ওই সাংগঠনিক শক্তিমত্তার দিকেই আগাচ্ছেন এনসিপি।
আজ মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের একটি রেস্তরায় এনসিপির জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আলম আরও বলেন,আওয়ামীলীগ ফিরে আসার স্বপ্ন যারা দেখছে,সেটা তাদের জন্য স্বপ্নই থেকে যাবে। সারজিস আলম উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে একমত বলেও জানান।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির রাজশাহী বিভাগয়ীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ন আহবায়ক মনিরা শারমিন, জেলা সমন্বয়কারি আলাউল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহালসহ অন্যরা।