নাটোর প্রতিনিধিঃ
একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযন্তে তোমায় রাখবো আগলে এই প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার আয়োজনে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সমাজ সেবা উপ পরিচালক মোস্তাফিজুর রহমান রহমান সহ প্রবীন ও বিভিন্ন এনজিং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন প্রবীনেরা আমাদের সমাজের বোঝা নয়। প্রবীন দের সাথে ভালো ব্যাবহার করতে হবে তাহলে বৃদ্ধ বয়সে তারা সমাজে অবহেলিত হবে না। তাদের সাথে ভালোভাবে ব্যাবহার করতে হবে।