নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (০২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধব সহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর ফায়ার ফাইটার আরিফুর রহমান জানান, নিখোঁজ ঐ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।