ধামরাই প্রতিনিধি ঃ
ঢাকার ধামরাইয়ে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ২০৩ টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা উপহার ও মতবিনিময় করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
আজ সোমবার (২৯সেপ্টেম্বর) উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের হল রুমে ২০৩ টি পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারিদে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুধীর বাবু মাষ্টারের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন,বিএনপি এমন একটি রাজনৈতিক দল,যে দলের নীতি ও আদর্শই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদের মানুষের চাওয়া পাওয়ার অধিকার কে প্রতিষ্ঠিত করার জন্যই শহিদ পেসিন্ডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠিত করেছেন।
তার হাত ধরে আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখনই সরকার পরিচালনা করেছেন প্রত্যেকটা বার এই হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেক টা ধর্ম বর্ণ গোষ্ঠীর মানুষের অধিকারকে তিনি নিশ্চয়তা দিয়েছেন।
স্বৈরাচার সরকারের পতনের পর,হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মনে করেছিল আমাদের বোধহয় পূজা মন্ডপ বা ধর্মীয় অনুষ্ঠান করা হবে না। হয়তো বা পূজা পরিচালনা করাটা এবার খুব কঠিন হবে। কিন্তু আমি তাদের প্রত্যেককে অভয় দিয়েছি। থানা পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আইনশৃঙ্খলা মিটিংযের মধ্যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা এদের ভলেন্টিয়ার সার্ভিস দেব।
আমরা সেবক হিসেবে হিন্দুধর্মাবলম্বীদের পাশে থাকবো, হিন্দু ভাইয়েরা মন্দিরে নির্বিঘ্নে পূজা উদযাপন করবে। আমরা তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব।
এ সময় ধামরাই উপজেলার ২০৩ টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর চৌধুরী রুমা,ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ,যুবলদ নেতা মনির হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাজান হোসেন শিপু, ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন প্রমুখ।