ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে সোহেল রানা (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে মরদেহটি কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ উদ্ধার করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৩ টার দিকে ছোট ভাকুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানার নিজ বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে সোহেল তার স্ত্রীর সাথে ঝগড়া করে পাশের দোকানে ক্যারাম বোর্ড খেলতে যায়।
ক্যারাম খেলা শেষে বাড়ি ফিরে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পরে সোহেল, পরক্ষণে সোহেলের স্ত্রী তার শশুরকে বলেন সোহেল মারা গেছেন।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, স্বামী স্ত্রী দু'জনেই পুর্বে থেকেই চুরি ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামি। তারা এক সময় একসাথে জেলহাজতে ছিলেন, সেই সুবাদে তাদের জেল থেকে পরিচয় হয় অতপর জেল থেকে বের হয়ে তারা বিয়ে করে সংসার করছিলেন, তাদের সংসারে দুইটি পুত্র সন্তান রয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্যানুযায়ী সোহেল রানা আত্মহত্যা করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে। তাকে মেরে যদি ঝুলানো হয় ময়নাতদন্তে এমন রিপোর্ট এলে পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।